নির্বাচন এখন নির্বাসনে: ড. বদিউল আলম
বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে

প্রথম নিউজ, ঢাকা: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচন এখন নির্বাসনে চলে গেছে। মানুষের ভোটাধিকার হরণ হয়েছে, নির্বাচনের নামে দেশে প্রহসন চলছে। এ থেকে উত্তরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ শনিবার দুপুরে সিলেট নগরের ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলে সুজনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার, মৌলভী বাহার জেলা সভাপতি ডা. সাদিক আহমেদ, হবিগঞ্জ জেলা সহসভাপতি মো. আব্দুর রকিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়কারী শামীম আহমেদ, রাজশাহী জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: