নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে- আমীর খসরু

নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে- আমীর খসরু

প্রথম নিউজ, চট্টগ্রাম: বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেকদিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে, নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সে আকাক্সিক্ষত দিন কবে আসবে। কবে তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

ঈদের পরের দিন সকালে চট্টগ্রামে মেহেদীবাগ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদের কুশল বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সকাল থেকে মেহেদীবাগ বাসায় আয়োজন করা হয় মেজবানের।

এতে পরোটা মেজবানি মাংস, খাসি, জর্দাসহ নানা পদের খাবারের আয়োজন ছিল। সেখানে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ । এক সময় মেহেদীবাগ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। 
তিনি আরো বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, লড়াই করেছি। খসরু আরো বলেন, এই বাংলাদেশ যেন কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্ট যেন করতে না পারে, অন্য কোনো শক্তিও যেন না পারে। 

এ সময় কুশল বিনিময় করতে আসেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক সহ—সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ, সদস্যসচিব নাজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ।

এছাড়া সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর স্মরণিকা ক্লাবে, নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ নিজ বাসবভনে,  আবুল হাসেম বক্কর সেনা কমিনিউটি সেন্টারে নেতাকর্মীদের জন্য মেজবানি আয়োজন করেন। দীর্ঘ ১৫ বছর পর বিএনপির নেতাকর্মীরা কোনো ভয় ছাড়া বাড়িতে, নিজ গ্রামে ঈদ করতে পেরেছে। চট্টগ্রামের প্রত্যেক এলোকায় ছিল নির্বাচনি আমেজ।