নিমন্ত্রণ পেয়েও রণবীর-আলিয়ার বিয়েতে যাননি ভারতী সিং!

 নিমন্ত্রণ পেয়েও রণবীর-আলিয়ার বিয়েতে যাননি ভারতী সিং!
নিমন্ত্রণ পেয়েও রণবীর-আলিয়ার বিয়েতে যাননি ভারতী সিং -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সদ্যই মা হয়েছেন ভারতীয় কমেডি তারকা ভারতী সিং। ১২ দিন হলো, নতুন অতিথি এসেছে তাদের পরিবারে। ফুটফুটে পুত্র সন্তানের বাবা মা হয়েছেন হর্ষ ও ভারতী। তবে মুহূর্তের দেরি নেই, কাজে ফিরলেন কমেডিয়ান। জানালেন রণবীর ও আলিয়ার বিয়েতে নিমন্ত্রণ পেয়েও উপস্থিত থাকতে পারেননি! মূলত বিয়ের আমন্ত্রণ না পেয়েই এ কথা বলেন তিনি।

বলিউডে এখন শুধুই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে আলোচনা। ভারতীর সঙ্গে দুজনের সম্পর্কই বেশ মধুর। নবদম্পতিকে কী বলতে চান- প্রশ্ন করতেই বললেন– অনেক অনেক শুভেচ্ছা, আমাদের ডেকেছিল কিন্তু বাচ্চা ছোট বলে যেতে পারিনি! 

একথার পরেই ভারতীর মুখের ভাব ছিল দেখার মতো। যথারীতি হটেস্ট কাপল অফ টাউনের বিয়েতে আমন্ত্রণ না পেয়েই, তিনি যে যথেষ্ট দুঃখ পেয়েছেন এটুকু বলাই যায়। আলিয়া-রণবীরের বিয়ে বলে কথা!

ছবি তোলার জন্য পোজ দিতে গিয়েই বললেন, আমি আজকে খুব কেঁদেছি, ছেলে ছোট তো! ওকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কি করার, কাজ তো কাজ – কথা রাখতেই হবে।

এ কদিনে ভারতীকে ফিট দেখে সকলেই বেশ খুশি। মজার সুরেই পাপারাজ্জিদের উদ্দেশ্যে বলেন, সব মামাদের শুভেচ্ছা, সবাইকে মিষ্টি খাইয়ে দেব!

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom