নেত্রকোনায় গরু ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক গরু ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে।

প্রথম নিউজ, নেত্রকোণা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক গরু ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রাতে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ীর নাম মুজিবুর রহমান (৫০)। তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের আব্বাস আলীর ছেলে। আজ সকালে বাড়ির কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মুজিবুরের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে পুকুরের পাশে জমিতে আগুন দেখতে পান এলাকাবাসী। তারা ঘটনাস্থলে গিয়ে মুজিবুরের হাত-পা বাঁধা অবস্থায় আগুনে দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।
তবে মুজিবুর কখন বাড়ি থেকে বের হয়েছিলেন এবং কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুনিরা তাকে হত্যার পর আগুন দিয়ে পালিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: