নাটোরে পিকআপের চাপায় মোটরসাইকেলের ২ আরোহীর 

শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই দুই জন

নাটোরে পিকআপের চাপায় মোটরসাইকেলের ২ আরোহীর 

প্রথম নিউজ, নাটোর: নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের কান্দিভিটুয়া এলাকায় পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বটতলা মোড় এবং পিটিআই মোড়ের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আখতার হামিদ ও সদর থানার ওসি মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ তারেক (২৬) সদর উপজেলার দিয়ারভিটা এলাকার সোহরাব আলীর ছেলে এবং রকিবুল (২৬) একই এলাকার নিঙ্গলের ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতার হামিদ বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই দুই জন। পথে কান্দিভিটা বটতলা মোড় এবং পিটিআই মোড়ের মাঝামাঝি এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারেক প্রাণ হারান। স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়। তবে রাজশাহী নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom