দুর্নীতি করে সরকার দেশকে ‘ফোকলা’ করে দিয়েছে: মির্জা ফখরুল

মিথ্যা কথা বলে, জনগণকে ভুল বুঝিয়ে, প্রতারণা করে টিকে থাকা যাবে না।

দুর্নীতি করে সরকার দেশকে ‘ফোকলা’ করে দিয়েছে: মির্জা ফখরুল

প্রথম নিউজ, ঢাকা: দুর্নীতি করে সরকার দেশকে ‘ফোকলা’ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীতে এক সমাবেশে তিনি  এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার মিথ্যা কথা বলে, মানুষকে বোকা বানিয়ে নিজেদের যে দুর্নীতি, নিজেরা যে চুরি করছে, নিজেরা আজকে চুরি করে বাংলাদেশকে ফোকলা বানিয়ে দিয়েছে- সেটা আড়াল করতে চায়, ঢাকতে চায়। তারা মিথ্যাচারের কৌশল নিয়েছে। যত কিছু্ই করেন, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে তাকে আটকিয়ে রাখা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এভাবে টিকে থাকা যাবে না। মিথ্যা কথা বলে, জনগণকে ভুল বুঝিয়ে, প্রতারণা করে টিকে থাকা যাবে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক এগিয়ে গেছে। সোশ্যাল মিডিয়া আছে না আপনাদের, সারাক্ষন ফেইসবুক করেন। ওখানে কী কথা ভেসে আসে? ভেসে আসে যে, এদের বড় বড় নেতারা.. একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিভাবে দুর্নীতি করছে তা আপনারা দেখতে পারছেন। যদি ভালোয় ভালোয় বিদায় নিতে চান তবে দুর্নীতি বন্ধ করেন।  তা না হলে আপনাদের পিঠের চামড়া এদেশে থাকবে না।

জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিনের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ নেতা-কর্মীদের মুক্তির দা্বিতে এই সমাবেশ হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা ব্যানার-ফেষ্টুন হাতে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নেয়।

মির্জা ফখরুল বলেন, কথা খুব পরিস্কার, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, মজনু(রফিকুল আলম মজনু)সহ সকল রাজবন্দিকে মুক্ত করতে হবে। তাদের মুক্ত করতে হলে আমাদের আন্দোলন ছাড়া বিকল্প নাই। ইস্পাত কঠিন ঐক্যে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারকে যারা আমাদের সব অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, যারা মুক্তিযুদ্ধের অর্জনগুলো কেড়ে নিয়েছে, নব্বইয়ের গণঅভ্যুত্থানের অর্জনগুলো কেড়ে নিয়েছে তাদেরকে পরাজিত করতে হবে। তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের হাতে এই সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনের নির্বাচন করে জনগনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা- সেটাই একমাত্র তাদের রক্ষার উপায়, এছাড়া রক্ষা কোনো উপায় নেই।”

‘সরকার দুর্নীতিগ্রস্থ বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অনর্গল ওরা(সরকার) মিথ্যা কথা বলে। তারেক রহমান সাহেব সম্পর্কে ইদানিং শুরু করেছে। উনার জন্য নাকী টাটা(ভারতের টাটা কোম্পানি) তিন বিলিয়ন ডলার বিনিয়োগ আসে নাই। আচ্ছা একটা পাগল যে, সেও তো বুঝবে সরকারে ছিলো তখন বিএনপি। তো বিএনপি বিনিয়োগ আনতে চাইবে না কেনো? আমি বলেছিলাম ফোনালাপ যেটা বের হয়ে এসেছে- আইন মন্ত্রীর সঙ্গে বিনিয়োগ উপদেষ্টার, সেই ফোনালাপে জয়ের(প্রধানমন্ত্রীর ছেলে) কথা বলা হয়েছে, জয়ের একটা প্রজেক্টের ব্যাপারে ওই মন্ত্রী-উপদেষ্টা কথা বলেছেন। আমরা বলেছিলাম, জনগণ জানতে চাই ওই প্রজেক্টটা কী, এখানে দুর্নীতির আভাস আছে.. ওরা (সরকার) সর্বক্ষেত্রে দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে।

‘বাংলাদেশের মানুষ অনেক এগিয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে ফেইসবুকে কী কথা ভেসে আছে? ভেসে আসে সরকারের এতো বড় নেতারা একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিভাবে দুর্নীতি করছে সেগুলো আপনারা দেখতে পারছেন।’ –বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,  দ্রব্যমূল্যের উর্ধবগতির মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের নাভিশ্বাস উঠেছে, তারা কষ্ট পাচ্ছে। আজকে পত্রিকায় দেখলাম-এক মন্ত্রী বলেছেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। দ্রব্যমূলবৃদ্ধি আর ক্রয়ক্ষমতা এক জিনিস নয়। মন্ত্রী সাহেব আপনাকে প্রথমে শিখতে হবে-দ্রব্যমূল্য বৃদ্ধি আর ক্রয়ক্ষমতা এককথা নয়। আর যদি ক্রয়ক্ষমতা বেড়েই থাকে সেই ক্ষমতা বেড়েছে আওয়ামী চামচাদের, সাধারণ মানুষের নয়।

নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিনের আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও মহানগর দক্ষিনের ইউনুস মৃধা ও লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মহানগর দক্ষিন বিএনপির ইশরাক হোসেন, উত্তরের আমিনুল হক, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মতস্যজীবী দলের আবদুর রহিমসহ মহানগর নেতারা বক্তব্য রাখেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom