ডিবি পরিচয়ে ডাকাতি হওয়া গরুবোঝাই ট্রাকসহ গ্রেপ্তার ৬

সোমবার ভোরে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে ভুলতা ফ্লাইওভারের গোলাকান্দাইল অংশে পৌছেলে একটি সাদা মাইক্রোবাস যোগে ৭/৮ জনের ১টি ডাকাতদল নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে  ট্রাকটি গতিরোধ করে।

ডিবি পরিচয়ে ডাকাতি হওয়া গরুবোঝাই ট্রাকসহ গ্রেপ্তার ৬
ডিবি পরিচয়ে ডাকাতি হওয়া গরুবোঝাই ট্রাকসহ গ্রেপ্তার ৬

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি হওয়া গরুবোঝাই  ট্রাক রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এ ঘটনায় জড়িত ৬ ডাকাতকে ১ টি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- তোফা মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬) ও মোজাম্মেল (২৬)। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, কুমিল্লা এলাকার ৫ জন গরু ব্যবসায়ী  গত রোববার সন্ধ্যার দিকে দিনাজপুর থেকে ১৯টি গরু কিনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো ড-১৪-৮৫৫১) করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়।  সোমবার ভোরে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে ভুলতা ফ্লাইওভারের গোলাকান্দাইল অংশে পৌছেলে একটি সাদা মাইক্রোবাস যোগে ৭/৮ জনের ১টি ডাকাতদল নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে  ট্রাকটি গতিরোধ করে। এসময়  পিস্তল ঠেকিয়ে ১৯টি গরু সহ ট্রাকের ড্রাইভার ও গরু ব্যবসায়ী মোঃ নুর নবী, মোঃ জলিল মিয়া,  মোবারক,  জমির হোসেন ও  মোঃ রিমন মিয়াকে মাইক্রোবাসে তুলে হাত-পা বেধে পার্শ্ববর্তী সোনারগায়ের তালতলা নামক স্থানে সড়কের পাশে ফেলে রেখে  চলে যায়।

এঘটনায় ব্যবসায়ী জমির হোসেন বাদী রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সোমবার রাতে রূপগঞ্জের কর্ণগোপ এলাকা থেকে বিদেশী পিস্তলসহ তোফা মীর শাওন ও নাদিম হাসান আনিস কে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার সকালে রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া বাজার থেকে ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার করে। সেখান থেকে এ ঘটনায় জড়িত ডাকাত সদস্য জুয়েল,  কাউছার, ফরহাদ ও  মোজাম্মেলকে  গ্রেপ্তার করে।  গ্রেপ্তারকৃতরা রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, ঢাকাসহ রূপগঞ্জ থানা এলাকার ঢাকা সিলেট মহাসড়ক এশিয়ান হাইওয়ে সড়ক , ৩০০ ফিট এলাকায় বিভিন্ন সময় ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়া গরুর ট্রাক, মালবাহী ট্রাক, বিদেশ ফেরত যাত্রীদের নিকট থেকে বিভিন্ন মূল্যবান স্বর্ণালংকারসহ নগদ টাকা লুণ্ঠন করে নেয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। 

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ডাকাতির ঘটনায় ও  অস্ত্র উদ্ধাররের  ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এদিকে, দুপুরে এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: