টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
আজ শুক্রবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলির সবুর খান ফিলিং স্টেশন হতে সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে পরিবহন চলাচলে ধীরগতি দেখা গেছে। ফলে বিপাকে পড়েছেন কাঁচামাল পরিবহনের চালকরা।
আজ শুক্রবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলির সবুর খান ফিলিং স্টেশন হতে সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত প্রায় ১টার দিকে মহাসড়কের ভুঞাপুর লিংকরোড সংলগ্ন এলাকায় একটি পরিবহনের পেছনে আরেকটি ধাক্কা লাগার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত পরিবহন উদ্ধার করে থানায় পাঠিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কের ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে পুলিশের দাবি বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশনের ত্রুটিজনিত কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত হারুন অর রশিদ জানান, সকালে ডিউটিতে আসার পরই যানজট দেখা গেছে। তবে কী কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে সেটা বলা যাচ্ছে না।মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতু এলাকায় বাসের লেনে ট্রাক প্রবেশ করায় যানজট হতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: