জেরুসালেমে ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেয়া হবে না : ইসরাইলি প্রধানমন্ত্রী

প্রথম নিউজ, ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তিনি ক্ষমতায় থাকতে জেরুসালেমে কোনো ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেয়া হবে না। মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে। ইসরাইলি পার্লামেন্ট নেসেটে দেয়া এক ভাষণে নাফতালি বেনেট বলেন, এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিস্কার করে বলেছি যে যত দিন আমার নেতৃত্বে সরকার থাকবে তত দিন জেরুসালেমে কোনো ফিলিস্তিনি দূতাবাস খুলতে দেয়া হবে না। জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুসারে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, জেরুসালেম শুধুমাত্র একটি দেশের রাজধানী হবে। আর ওই রাষ্ট্রটি হলো ইসরাইল। আমি যত দিন ক্ষমতায় থাকব তত দিন এ বিষয়টা বহাল থাকবে।
২০১৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত জেরুসালেম শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেন। কিন্তু, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের ওই দূতাবাস আবার খুলবেন। তবে, এ মার্কিন দূতাবাস আবার খুলতে ইসরাইলের অনুমতি নিতে হবে।কিন্তু, ইসরাইলি কর্তৃপক্ষ জেরুসালেম শহরে এ মার্কিন দূতাবাস খোলার বিষয়েও বিরোধীতা করছেন। কারণ, এ বিষয়টা বিশ্বাস করা হচ্ছে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ওই মার্কিন দূতাবাস ব্যবহার করতে দেয়া হবে। এর মাধ্যমে এ বিষয়টা আরো বৈধতা পাবে যে পূর্ব জেরুসালেম শহর ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: