Ad0111

জ্বালানীর মূল্য বৃদ্ধিতে দরিদ্রের সংখ্যা ও জন দূর্ভোগ বাড়বে: বিএনপি

জ্বালানীর মূল্য বৃদ্ধিতে দরিদ্রের সংখ্যা ও জন দূর্ভোগ বাড়বে: বিএনপি

প্রথম নিউজ, ঢাকা: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারনে এবং দরিদ্রের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং জন-জীবনে দূর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেছে বিএনপি। 
সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য  ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান,ইকবাল হাসান মাহমুদ টুকু। 
সভায় নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ৩০ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। সভায়, সম্প্রতি সরকার কতৃক কেরোসিন ও ডিজেল লিটার প্রতি ১৫ টাকা বা শতকরা ২৩% দাম বৃদ্ধি ও এই বৎসরে গত এপ্রিল থেকে এ পর্যন্ত পাঁচবার এলপিজির দাম বাড়ানোর সামগ্রিক প্রভাবে কৃষকসহ সমগ্র জন-জীবন এবং অর্থনীতির ওপওে যে নেতিবাচক প্রভাব পড়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা মনে করে, করোনা কালে চাকুরীচ্যুতি ও আয় হ্রাস পাওয়ার ফলে জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির কারনে এবং দরিদ্রের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং জন-জীবনে দূর্ভোগ আরও বাড়বে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং অবিলম্বে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম কমিয়ে আনার দাবী জানানো হয়।
৩। বিআইজিডি এবং পিপিআরসি যৌথ জরীপে দেশে করোনাকালে ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হওয়ায় এবং চলতি অর্থ বৎসরে মার্চ মাসে নতুন দরিদ্র ২ কোটি ৪৫ লাখের সাথে ৭৯ লাখ মানুষ যুক্ত হওযায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও ভ্রান্তনীতির কারনে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত করোনা বিধি নিষেধের কারনে দরিদ্রের সংখ্যা আরও বেড়েছে। করোনা কালে নিম্ন আয়ের মানুষের জন্য কোন রকম আর্থিক প্রণোদনা না দেওয়া এবং কল-কারখানা গুলোতে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্ছিত করা, অপ্রাতিষ্ঠানিক খাতে প্রণোদনা না দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্য ও আর্থিক সহযোগিতা প্রদান না করাতেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। সভা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি, চাল, ডাল, তেল, লবন সামগ্রীর মূল্য হ্রাস করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে আহ্বান জানায়।  
৪। সভায়, সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নাগরিক নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কতৃক সীমান্তে বাংলাদেশী নাগরিককের হত্যা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা নিঃসন্ধেহে মানবাধিকারের চরম লংঘণ। এই ধরনের নিকৃষ্ট হত্যাকান্ড নিয়মিত ভাবে পৃথিবীর কোন সীমান্তে সংঘটিত হয় না। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারনেই এই হত্যাকান্ড সংঘটিত হচ্ছে বলে সভা মনে করে। সভায় এই হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই ধরনের অমানবিক হত্যাকান্ড বন্ধ করার জন্য ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
অপর দিকে এক সপ্তাহের বেশী সময় যাবত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাড়ি-ঘর, দোকানপাট, মসজিদে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারের নিকট বাংলাদেশের উদ্বেগের বিষয়টি উপস্থাপন ও বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
৫। সভায় সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলার দূর্গাপুজোয় মন্ডপে, মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দল বিশেষ করে বিএনপি’র নেতা-কর্মীদের ঢালাও ভাবে আসামী করে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানীর তীব্র নিন্দা জানানো হয়। সভায় গত কয়েক বৎসর যাবত সরকার কতৃক বিরোধী দলের নেতা-কর্মীদের রাজনৈতিক ভাবে হয়রানী করার জন্য বিরোধী রাজনৈতিক ভাবে নির্মূল করার যে প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জন মত গড়ে তোলার কার্যকরী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তে গৃহীত হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news