জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৬ টাকা বাড়লো
বর্ধিত দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে।

প্রথম নিউজ, অনলাইন : এবার বাড়লো উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। দেশি এয়ারলাইন্সের জন্য লিটারপ্রতি ৬ টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দেশি এয়ারলাইন্সের জন্য ৫ দশমিক ৩৬ শতাংশ দর বাড়িয়ে ফেব্রুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েল (জে এ- ওয়ান) ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানায়। জানুয়ারিতে এ দর ছিল ১১২ টাকা।
অপরদিকে বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দর ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়িয়ে ৯০ সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৫ সেন্ট করে। কোভিড মহামারীকালে ২০২০ সালের অক্টোবর থেকে জেট ফুয়েলের দাম বাড়তে শুরু করেছিল। ওই মাসে প্রতি লিটারের দাম ছিল ৪৬ টাকা, যা বাড়তে বাড়তে গত সেপ্টেম্বরে গিয়ে ১২৫ টাকায় পৌঁছায়। পরের চার মাসে তা কিছুটা করে কমে জানুয়ারিতে ১১২ টাকা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: