গ্রেপ্তার এড়াতে ৪০০ কিমি ঘুরে যুক্তরাষ্ট্রে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী

গ্রেপ্তার এড়াতে ৪০০ কিমি ঘুরে যুক্তরাষ্ট্রে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গ্রেপ্তার এড়াতে প্রায় ৪০০ কিলোমিটার ঘুরে যুক্তরাষ্ট্রে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপে তোলপাড় গোটা বিশ্ব। রেহাই পায়নি যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ ইসরাইলও। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন বিশ্বের প্রায় ৫০টি দেশের রাষ্ট্রপ্রধান। যদিও তাদের টপকে বন্ধু ইসরাইল সবার আগে পেয়েছেন ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময়। সেই মতো সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু। তবে তেল আবিব থেকে অতিরিক্ত ৪০০ কিলোমিটার ঘুরে আমেরিকা পৌঁছায় তার বিমান।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারের ভয়ে বেশ কিছু দেশের আকাশসীমা এড়াতেই এই সিদ্ধান্ত নেন নেতানিয়াহু। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরাইল ও হামাস যুদ্ধের জেরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক আদালত। ফলে আদালতের এই গ্রেপ্তারি পরোয়ানাকে মান্যতা দিতে পারে যেকোনো দেশ। নেতানিয়াহুর আশঙ্কা ছিল হাঙ্গেরি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সহজ পথে এমন কিছু দেশ রয়েছে যারা সুযোগ পেলে এই পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে পারেন।

ইসরাইলি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই হাঙ্গেরি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ৪০০ কিলোমিটার বা ২৪৮ মাইল পথ বাড়তি ঘুরতে হয়েছে সে দেশের প্রধানমন্ত্রীকে। যদিও হাঙ্গেরি ইসরাইলের প্রধানমন্ত্রীর বিমানে তেল ভরে দিয়েছে। কিন্তু বাকি যাত্রাপথে থাকা আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ইসরাইল সরকারের আশঙ্কা ছিল। সেই কারণেই এই তিন দেশকে এড়িয়ে গ্রিস, ইতালি, ফ্রান্স ও আটলান্টিক মহাসাগর হয়ে আমেরিকা যান ইসরাইলের প্রধানমন্ত্রী। অতিরিক্ত পথ অতিক্রম করে আমেরিকা পৌঁছান নেতানিয়াহু।

সূত্র: আনাদোলু এজেন্সি