গাজার রাজপথে শতশত ফিলিস্তিনির বিক্ষোভ

গাজার রাজপথে শতশত ফিলিস্তিনির বিক্ষোভ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসবিরোধী স্লোগান তুলে  শত শত ফিলিস্তিনি উত্তর গাজার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন। চলমান সংঘাতের অবসানের পাশাপাশি হামাসকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি তুলেছেন তারা। গাজা উপত্যকার উত্তর অংশের বেইত লাহিয়াতে বিক্ষোভগুলো হয়েছে। যেখানে প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর ইসরাইলি সেনাবাহিনী গাজায় তার তীব্র বোমাবর্ষণ শুরু করে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও এবং ছবিতে দেখা গেছে শত শত বিক্ষোভকারী, যাদের বেশিরভাগই পুরুষ, হামাসকে দেশ থেকে বহিষ্কারের স্লোগান দেন। কারোর হাতে দেখা যায় ব্যানার যাতে লেখা, ‘যুদ্ধ বন্ধ করুন, আমরা শান্তিতে থাকতে চাই’।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, হামাস যোদ্ধারা বন্দুক এবং লাঠিসোটা নিয়ে বিক্ষোভকারীদের জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আক্রমণ করে। বিক্ষোভকারীরা বলেছেন যে, প্রতিবাদে যোগদানের আবেদন সামাজিক মিডিয়া নেটওয়ার্ক টেলিগ্রামে ছড়িয়ে  যাওয়ার পরে তারা  সংঘবদ্ধ হয়েছিলেন। মোহাম্মদ নামের এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি জানি না কে এই বিক্ষোভের আয়োজন করেছে। প্রতিশোধের ভয়ে বিক্ষোভকারী অনেকেই নিজের নাম বলতে রাজি হননি। প্রতিবাদীদের মধ্যে  কেউ কেউ জানিয়েছেন হামাস নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেসামরিক পোশাকে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে দেখা গেছে।

মাজদি, নামের  একজন প্রতিবাদকারী যিনি তার পুরো নাম প্রকাশ করতে চাননি,  তিনি এএফপিকে বলেছেন, ‘মানুষ ক্লান্ত হয়ে পড়েছে ।যদি গাজায় হামাসের ক্ষমতা ছেড়ে দেওয়াই সমাধান হয়, তাহলে হামাস কেন জনগণকে রক্ষা করার জন্য  ক্ষমতা ছেড়ে দিচ্ছে  না?’

গাজা শহরের পশ্চিম অংশে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পৃথক ফুটেজে কয়েক ডজন বিক্ষোভকারীকে টায়ার জ্বালিয়ে যুদ্ধ শেষ করার আহ্বান জানাতে দেখা গেছে। তাদের বলতে শোনা গেছে,  ‘আমরা দুমুঠো খেতে চাই।’

হামাস ২০০৭  সাল থেকে গাজা শাসন করছে, এক বছর আগে ফিলিস্তিনি নির্বাচনে জয়লাভ করে এবং তারপরে সহিংসভাবে প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতাচ্যুত করে। গোষ্ঠীটি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি, তবে হামাস-পন্থী সমর্থকরা প্রতিবাদকারীদের বিশ্বাসঘাতক বলে পাল্টা অভিযোগ করেছে। 

সূত্র :  এনডিটিভি