গাজীপুরে খালেদা জিয়া ও ফজলুল হক মিলনের রোগমুক্তি কামনায় দোয়া
শনিবার আয়োজনে শনিবার বাদ আসর ভবানীপুর বাজার এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রথম নিউজ, গাজীপুর সদর প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেয়র মুজিবুর রহমানের রোগমুক্তি কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা গাজীপুর সদরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজনে শনিবার বাদ আসর ভবানীপুর বাজার এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আমিন মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন রিজভী, সদর উপজেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর সিকদার, ভাওয়াগর ইউনিয়ন বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য হাজী মোতালেব মেম্বার, ইসমাইল হোসেন, আজাহার মন্ডল, ইমান আলী, আবু সায়েম, রুকুনোদ্দিন, গোলাপ, বিল্লাল হোসেন, বিএনপি নেতা বাতেন বিএসসি, সদর উপজেলা শ্রমিক দলের নেতা সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আনিসুল ইসলাম, জেলা ছাত্রদলের নেতা কামাল হোসেন, আসিফ সরকার, রিপন মিয়া, রিয়াজুল ইসলাম কাজল, নাজমুল মন্ডল, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের নেতা আলাল মিয়াসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: