গাইবান্ধায় ১৯ কেজি গাঁজা উদ্ধার
প্রাইভেট কার তল্লাশি করে তিনটি গাঁজার বড় প্যাকেট পাওয়া যায়।

প্রথম নিউজ, গাইবান্ধা: সোমবার রাত আটটা। গাইবান্ধা শহরের ডিবি রোডের গোলচত্বর। সেখানে দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। সড়কে দাঁড়িয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইখতিয়ার উদ্দিন ও জসীম উদ্দীন। এ সময় সুন্দরগঞ্জ থেকে আসা একটি প্রাইভেট কার দাঁড় করালেন তাঁরা। দেখতে চাইলেন গাড়ির কাগজপত্র। সঙ্গে সঙ্গে দৌড়ে পালালেন গাড়িতে বসা এক ব্যক্তি। ট্রাফিক পুলিশের হাতে একটি মামলার কাগজ ধরিয়ে দিয়ে সটকে পড়লেন চালক। এতে সন্দেহ হলে প্রাইভেট কারটি তল্লাশি করা হয়। এ সময় সেখান থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ট্রাফিক পুলিশ জানায়, ওই প্রাইভেট কার তল্লাশি করে তিনটি গাঁজার বড় প্যাকেট পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাঁজাগুলো পরিমাপ করে ১৯ কেজি ৪০০ গ্রাম হয়। পরে সেগুলো গাইবান্ধা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় চালকের একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
গাইবান্ধা ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) নূর আলম সিদ্দিক বলেন, শহরের গোলচত্বরে নিয়মিত যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল। এ সময় একটি প্রাইভেট কার থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। কারটি জব্দ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: