Ad0111

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি ভিপি, জিএস- এজিএসবৃন্দের

বিভিন্ন কলেজের নির্বাচিত ১০০১ জন সাবেক ভিপি, জিএস ও এজিএসবৃন্দ যৌথ বিবৃতিতে দাবি

খালেদা জিয়ার মুক্তি ও  বিদেশে সুচিকিৎসার দাবি ভিপি, জিএস- এজিএসবৃন্দের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠাতে ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজ ছাত্র সংসদের ভিপি, জিএস ও এজিএসবৃন্দ দাবি জানিয়েছেন। 

ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপু সাক্ষরিত যুক্ত বিবৃতিতে বলা হয়, কর্তৃত্ববাদী স্বৈরাচারের কবল থেকে বারবার অপহৃত গণতন্ত্রের উদ্ধারকারী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় জনপ্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠাতে ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজ ছাত্র সংসদের ভিপি, জিএস ও এজিএসবৃন্দ জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরো বলা হয়, দেশবাসী অবগত আছেন যে, ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ কারাবাসের কারণে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সকল শ্রেণী-পেশার মানুষের একটাই দাবি-বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু গভীর দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারের পক্ষ থেকে বিদেশে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার এখন পর্যন্ত কোন ধরণের উদ্যোগ দেখা যাচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাচ্ছে।

এমতাবস্থায় ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজের নির্বাচিত ১০০১ জন সাবেক ভিপি, জিএস ও এজিএসবৃন্দ যৌথ বিবৃতিতে দাবি জানাচ্ছে যে, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় দেশের জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে সুচিকিৎসার দাবি আদায় করা হবে।  

 বিবৃতি দানকারী উল্লেখযোগ্য সাবেক ছাত্র নেতৃবৃন্দ হলেন-
১। মীর নেওয়াজ আলী-সাবেক ভিপি, ঢাকা কলেজ
২। এজিএম শামসুল হক-সাবেক ভিপি, সরকারী তিতুমির কলেজ
৩। হেলেন জেরিন খান-সাবেক ভিপি, ইডেন কলেজ
৪। এস এম জাহাঙ্গীর হোসেন-সাবেক ভিপি, তেজগাঁও কলেজ
৫। নেওয়াজী হালিমা আরলী-সাবেক ভিপি, বেগম বদরুন্নেসা কলেজ
৬। মাহবুবুল হক নান্নু-সাবেক ভিপি, বিএম কলেজ, বরিশাল
৬। খন্দকার মাশুকুর রহমান-সাবেক ভিপি, রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজ
৭। খায়রুল বাশার-সাবেক ভিপি, বগুড়া আজিজুল হক কলেজ
৮। আলী রেজাউর রহমান রিপন-সাবেক ভিপি, কবি নজরুল কলেজ
৯। শামীম পারভেজ-সাবেক ভিপি, বাংলা কলেজ
১০। গোলাম হায়দার মুকুট-সাবেক ভিপি, শহীদ সোহরাওয়ার্দী কলেজ
১১। আমিনুল হক আমিন-সাবেক ভিপি, আবুজর গিফারী কলেজ
১২। মোঃ আরিফুল হক-সাবেক ভিপি, মিরপুর হোমিও কলেজ
১৩। তরিকুল ইসলাম জহির-সাবেক ভিপি, সুন্দরবন কলেজ, খুলনা
১৪। শহিদুল ইসলাম-সাবেক ভিপি, সরকারী হাজী মহসিন কলেজ
১৫। হারুন অর রশীদ-সাবেক ভিপি, ঢাকা কলেজ
১৬। আব্দুল বাতেন নকী-সাবেক ভিপি, তিতুমির কলেজ
১৭। জেড মর্তুজা চৌধুরী তুলা-সাবেক ভিপি, ঢাকা কলেজ
১৮। রফিকুল ইসলাম মাসুম-সাবেক ভিপি, হরো গঙ্গা কলেজ
১৯। মোঃ হানিফ-সাবেক ভিপি, তিতুমির কলেজ
২০। আবু সুফিয়ান দুলাল-সাবেক ভিপি, তেজগাঁও কলেজ
২১। মোঃ সোলেমান-সাবেক ভিপি, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট
২২। মোঃ শমসের আলম-সাবেক ভিপি, তেজগাঁও কলেজ
২৩। জাবেদ কামাল রুবেল-সাবেক ভিপি, কবি নজরুল কলেজ
২৪। মোঃ সাজ্জাদ জহির-সাবেক জিএস, আবুজর গিফারী কলেজ
২৫। মোঃ জাকির হোসেন-সাবেক জিএস, ঢাকা কলেজ
২৬। আব্দুল কাদের বাবু-সাবেক জিএস, তিতুমির কলেজ
২৭। জাবেদ আহমেদ-সাবেক জিএস, ঢাকা কলেজ
২৮। শাহানা আক্তার শানু-সাবেক জিএস, বদরুন্নেসা কলেজ
২৯। আবুল মনসুর আহমেদ-সাবেক জিএস, আবুজর গিফারী কলেজ
৩০। সাইমুম বেগম-সাবেক জিএস, ইডেন কলেজ
৩১। জামাল হোসেন খান রিপন-সাবেক জিএস, তিতুমির কলেজ
৩২। মোঃ মামুন-সাবেক জিএস, বোরহান উদ্দিন কলেজ
৩৩। মোজাহারুল ইসলাম অপু-সাবেক জিএস, সোহরাওয়ার্দী কলেজ
৩৪। আনিসুজ্জামান বিটু-সাবেক জিএস, তেজগাঁও কলেজ
৩৫। বিলকিস জাহান শিরিন-বরিশাল বিএম কলেজ
৩৬। আব্দুল মোনায়েম মুন্না-আবুজর গিফারী কলেজ
৩৭। মাজহারুল হক সোহাগ-ঢাকা কলেজ

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news