Ad0111

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার পাঠানোর বিষয়ে আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী : রিজভী

আরেক ফেরীওয়ালা শেখ হাসিনার, যার নাম আনিসুল হক, আইনমন্ত্রী।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার পাঠানোর বিষয়ে আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী : রিজভী
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী বিদ্যমান আইনের ‘বিকৃত’ ব্যাখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।জাতয়ীয় প্রেসক্লাবের সামনে মহানগর দক্ষিনের উদ্যোগে একাদশ নির্বাচনের ভোট কারচুপির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই মানববন্ধন হয়। ওই দিনের ভোট ডাকাতির প্রতিবাদে নেতা-কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও সরকারের বিরুদ্ধে ‘চোর চোর’ বলে শ্লোগান দেয়।

রুহুল কবির রিজভী বলেন, আরেক ফেরীওয়ালা শেখ হাসিনার, যার নাম আনিসুল হক, আইনমন্ত্রী। দেশের বরণ্যে আইনজীবীরা বলছেন যে, এই লোকটা আইনের অপব্যাখ্যা দিচ্ছেন। আইনমন্ত্রী গতকাল বলে দিয়েছেন যে, আইনে নাই বিদেশে যাওয়ার। আরে আইনমন্ত্রী আপনি তো নিজের কথাটা এটা আইনের বিধানেও নাই। আপনার শেখ হাসিনা আপনাকে যেটা শিখিয়ে দিয়েছেন সেই কথাই বলছেন।আপনি আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে রিজভী বলেন, তাঁর পাকস্থলী থেকে রক্তক্ষরণ হচ্ছে, তার ডাক্তাররা বলেছেন, তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময়ে একটা বড় বিপদ ঘটে যাবে। তারপরেও এতো পাষাণ, এতো পাথর, এতো নির্দয় এই প্রধানমন্ত্রী আর তার আইনমন্ত্রী।”

রিজভী বলেন, ‘‘যারা বাংলাদেশের হালহকিকত নিয়ে গবেষণা করেন তারা বলছেন, এই পর্যন্ত ১১ লক্ষ কোটি টাকা পাঁচার হযেছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এভাবে টাকা পাঁচার করেন, মানব পাঁচার করেন, তারাই ৩০ ডিসেম্বর দিনের ভোট রাত্রের পাঁচার করেছে। তারপরও ক্ষমতাসীনরা গলাবাজী করেন। এতো তো মিথ্যা নয়। যুগ যুগ ধরে এটা প্রচারিত চোরের মাইর বড় গলা।”

‘‘২০১৮ সালের এই ৩০ ডিসেম্বর গোটা জাতিকে পরাজিত করেছিলেন শেখ হাসিনা। কিন্তু জাতি তো পরাজিত হয় না। এই জাতির দীর্ঘ ইতিহাস, ৯ মাসের যুদ্ধের ইতিহাস, হাজার বছরের সংগ্রামের ইতিহাস।আবার এই জাতি তীব্র গতিতে জেগে উঠবে। শেখ হাসিনার ময়ুরের সিংহাসন আবার রাস্তায় লুটিয়ে দেবে, আবার গণতন্ত্র ফিরে আসবে, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, আবার গণতন্ত্রের মুক্ত বাতাস বইবে- সেই প্রত্যায় আজকে ব্যক্ত করছি।”

বাংলাদেশের বিচারবর্হিভূত হত্যাকান্ড, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলাসহ সরকারের দমননীতির কঠোর সমালোচনা করেন রিজভী।

ঢাকা মহানগর দক্ষিনের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লিটন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির শ্যাম ওবায়েদ, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মহানগর উত্তরের আমিনুল হক, যুব দলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মতস্যজীবী দলের আবদুর রহিম,উলামা দলের নজরুল ইসলাম তালুকদার প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news