করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৩৭
ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০৭ জনে।

প্রথম নিউজ, ঢাকা: সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি একজন পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০৭ জনে।
গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৫৯৬টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে ১ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হলো।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৩৭ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ।
দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার ১৪ দশমিক ৯১ শতাংশ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৩১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১ জনের বয়স পঞ্চাশ বছরের বেশি এবং তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: