করোনা আক্রান্ত হলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

প্রথম নিউজ, ডেস্ক : কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) করোনা পরীক্ষা করা হলে তার পজিটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই টুইট বার্তায় জানিয়েছেন। খবর রয়টার্সের।
তিনি বলেন, টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। স্বাস্থ্যবিষয়ক গাইডলাইন অনুযায়ী, তিনি আইসোলেশনে থাকবেন এবং ভার্চুয়ালি কাজ করবেন। তিনি করোনার পিসিআর টেস্টের জন্য অপেক্ষা করছেন।
৪২ বছর বয়সী জোলি গত অক্টোবরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।
এর আগে গত শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্বাস্থ্য-সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার নির্দেশনাও দেন তিনি।
jagonews24
একই দিনে দেশটির জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম রাজ্য কিউবেক কর্তৃপক্ষ সোমবার থেকে বার, ক্যাসিনোসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে। সাধারণ মানুষকে হোম অফিস করার পরামর্শ দেওয়া হয়েছে।
কিউবিকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান দুবে এটিকে কঠিন পরিস্থিতি উল্লেখ করেছেন। বড়দিনের উৎসবে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানিয়েছেন। এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হয় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এরপর দ্রুত গতিতে বিশ্বের অন্তত ৮৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটি। আগের ধরনগুলোর তুলনায় ওমিক্রন অনেক বেশি সংক্রামক হলেও এটি কতটা গুরুতর অসুস্থতা তৈরি করে, তা এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসা বিজ্ঞানীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: