ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন চার সাঁতারু
আবুধাবিতে অনুষ্ঠিতব্য ১৫তম ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের চার সাঁতারু

প্রথম নিউজ, ডেস্ক : আগামী ১৬ থেকে ২১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য ১৫তম ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের চার সাঁতারু।
১৩ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ দল আবুধাবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তারা। বাংলাদেশের চার সাঁতারু হচ্ছেন- আসিফ রেজা, জুয়েল আহমেদ, সোনিয়া আক্তার টুম্পা ও সোনিয়া খাতুন।
কর্মকর্তা হিসেবে তাদের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ আবুধাবি যাবেন ফিনা কংগ্রেসে অংশ নিতে।
আসিফ রেজা ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইলে, জুয়েল আহমেদ ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে, সোনিয়া আক্তার টুম্পা ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইলে এবং সোনিয়া খাতুন ৫০ ১০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেবেন।Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: