এবার শুল্ক ইস্যুতে চীনের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এবার শুল্ক ইস্যুতে চীনের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রথম নিউজ, অনলাইন: শুল্ক ইস্যুতে রীতিমতো বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে চীন-যুক্তরাষ্ট্র। একে অন্যের ওপর চড়া শুল্কের বোঝা চাপাচ্ছে। যার প্রভাব পড়ছে বিশ্ব বাণিজ্যে। শুল্ক ইস্যুতে যখন উত্তেজনা বাড়ছে; তখন খানিকটা সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ট্রাম্প শুল্ক ইস্যুতে বলেছেন, যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে। সেই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী যে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলি একটি তিক্ত বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করতে পারে।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা চীনের সঙ্গে কথা বলছি। তারা বেশ কয়েকবার যোগাযোগ করেছে।’ এদিন ট্রাম্প নিশ্চিত করেছেন যে চীনের ওপর ১৪৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করার পর থেকেই এ আলোচনা শুরু হয়েছে।
এসময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ ব্যাপারে সরাসরি কথা বলেছেন কিনা; যার উত্তরে ট্রাম্প বলেন, ‘এটা ঠিক নয়।’ চীনা প্রেসিডেন্ট শুল্ক ইস্যুতে তার সঙ্গে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি বেশ স্পষ্ট যে তিনি চেষ্টা করেছেন, আর আমরা শীঘ্রই এটি নিয়ে কথা বলব।’