এই প্রথম সাকিব ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

প্রথম নিউজ, ডেস্ক : ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর মাঠে গড়িয়েছে পাঁচটি আসর।
শুরু থেকে প্রতিটিতেই খেলেছে বাংলাদেশ। খেলেছেন দলের সেরা তারকা সাকিব আল হাসানও। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি ম্যাচই খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এবারেরও বিশ্বকাপে শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন। প্রথমপর্বের তিনটি আর সুপার টুয়েলভের তিনটিসহ মোট ৬টি ম্যাচ খেলেছেন।
সব ঠিকঠাক থাকলে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচেও দলে থাকতেন সাকিব। কিন্তু হ্যামস্ট্রিং চোট তাকে ছিটকে দিয়েছে বিশ্বকাপ থেকেই।
ফলে আজ (মঙ্গলবার) সাকিবকে ছাড়া মাঠে নেমেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর (২০০৭ সালে) থেকে এই আসর পর্যন্ত এই প্রথম কোনো ম্যাচে তাকে ছাড়া খেলতে হচ্ছে টাইগারদের।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: