ঋণ নেবো কিনা আইএমএফের শর্ত দেখে বিবেচনা করবো: অর্থমন্ত্রী

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

ঋণ নেবো কিনা আইএমএফের শর্ত দেখে বিবেচনা করবো: অর্থমন্ত্রী

প্রথম নিউজ, ঢাকা: ঋণ নেওয়ার বিষয়ে আইএমএফ-কে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘তবে ঋণ নেবো কী নেবো না তা আইএমএফের শর্তের ওপর নির্ভর করবে।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে সভাপত্বি করেন তিনি।

গত সপ্তাহে অর্থনীতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছিলেন ‘দেশের অর্থনীতির অবস্থা ভালো, আইএমএফ এর কাছ থেকে লোন দরকার হবে না।’ এক সপ্তাহের ব্যবধানে এমন কী  হলো যে আইএমএফের কাছে ঋণের জন্য চিঠি দিতে হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিতে এখনও খারাপ কিছু হয়নি। এখনও যথেষ্ট ভালো। তবে বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোন থেকে দেখতে হবে। আমরা যদি সবসময় বলি, আমার টাকা লাগবে, তাতে যদি আমাদের চাহিদা প্রকাশ পাই, তাদের পক্ষ থেকে চাপ সৃষ্টি হতে পারে। তাই আমরা বলি, আমার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি দেন, দিতে পারেন। সে কারণে সে সময় আমরা এটা বলিনি।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা গত সপ্তাহে চিঠি লিখেছি এটা সত্য, কিন্তু কত টাকা লোন দরকার তা কিন্তু চিঠিতে উল্লেখ করিনি। আমরা অর্থ চাই, যা আমি আগেও বলেছি। কত লাগবে তা বলিনি। তারা কী শর্ত দেয় সেটি দেখবো। তারপর বিবেচনা করবো লোন নেবো কিনা।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom