‘উনিশ ২০’ নিয়ে হাজির শুভ-বিন্দু

দুই মেরুর দু’জন মানুষ। একজন অন্যজনের থেকে একদম বিপরীত। উনিশ-বিশ নয়; তারা যেন উনিশ-উনচল্লিশ।

‘উনিশ ২০’ নিয়ে হাজির শুভ-বিন্দু
‘উনিশ ২০’ নিয়ে হাজির শুভ-বিন্দু
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দুই মেরুর দু’জন মানুষ। একজন অন্যজনের থেকে একদম বিপরীত। উনিশ-বিশ নয়; তারা যেন উনিশ-উনচল্লিশ। যখন তারা সম্পর্কের বাঁধনে বাঁধা পড়ে, যখন একছাদের নিচে আসে তখন কি হয়? অমিলটাই যেন তাদের মিল! আর বিচ্ছেদটাই যেন তাদের প্রেমের জন্মগাঁথা! এই ফাল্গুনে মিজানুর রহমান আরিয়ান আসছেন চরকি অরিজিনাল সিনেমা ‘উনিশ ২০’ নিয়ে। সম্পর্ক নয়, কিছু প্রেম বিচ্ছেদে জন্মায়- এই ট্যাগলাইন নিয়ে আজ রাত ৮টায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। দীর্ঘ সময় পর এই সিনেমার মধ্যদিয়ে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। এ কারণে প্রথম থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি। রোমান্স ঘরানার ৯০ মিনিটের এই সিনেমায় থাকবে ৩টি গান। এরই মধ্যে সোমেশ্বর অলির কথায় ও সাজিদ সরকারের সুর-সংগীতে সিঁথি ও সাকিবের গাওয়া ‘পাখি পাখি মন’ প্রশংসিত  হয়েছে। বর্তমানে বড় পর্দা কাঁপানো অ্যাকশন হিরো আরিফিন শুভ অপেক্ষায় আছেন তার রোমান্টিক এই সিনেমার মুক্তি নিয়ে। 
তিনি বলেন, এখন কোনো কিছুই বলতে চাই না। যখন মানুষ দেখা শুরু করবে, তারা কী বলবে তা জানার অপেক্ষায় আছি। সিনেমাটা নিয়ে নিজের প্রত্যাশা প্রসঙ্গে শুভ বলেন, প্রত্যাশা তো আছেই। আপাতত চাই মানুষ সিনেমাটা দেখুক। সুন্দর কিছু গান, কিছু ভালোবাসার মুহূর্ত, মন  ভালো, মন খারাপ, দর্শকের অনুভূতি কি; সব জানার জন্য মুখিয়ে আছি। অন্যদিকে বিন্দু বলেন, এখনই কিছু বলতে চাই না। তবে বেশ নার্ভাস। সিনেমা মুক্তির পর সব প্রশ্নের উত্তর দিতে চাই। এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার ও তানিয়া আহমেদকে। আরও আছেন হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: