আলালের বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

প্রথম নিউজ, বরিশাল: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রীকে কটূক্তি করে দেওয়া বক্তব্যের জেরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য আগামী ৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ আ. কাদের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় ফেসবুক পেজের অ্যাডমিন মোছাদ্দের আলী জায়গীরদারকেও আসামি করা হয়েছে।
নথি অনুযায়ী, সম্প্রতি নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তব্যটি ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: