আবারও ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারে মনোনীত সাকিব

প্রথম নিউজ, ডেস্ক : এরই মধ্যে একবার জিতেছেন আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার দ্বিতীয়বারের মত এ পুরস্কারের জন্য মনোনীত হলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
অক্টোবর মাসে বিশ্বকাপের প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন সাকিব। তার সঙ্গে অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলেন পাকিস্তানের আসিফ আলি ও নামিবিয়ার ডেভিড উইজ।
এর আগে জুলাই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাকিব। এছাড়া বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে গত মে মাসে এই পুরস্কার জেতেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।