নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্নস্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ, তীব্র দুর্ভোগ
নিরাপদ সড়কের দাবিতে আবারো মাঠে নেমেছে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা

প্রথম নিউজ, ঢাকা: সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। আজ সকাল সাড়ে ১১টায় দুর্ঘটনায় নিহত সহপাঠী নাঈম হাসানের ঘাতকদের বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে রাজপথে অবস্থান নেয় নটরডেমের শিক্ষার্থীরা। প্রথমে তারা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার নিয়ে মতিঝিলে অবস্থান নেয়। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী মতিঝিল হয়ে গুলিস্তান নগরভবন ঘেরাও করে। তারপর রাজধানীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে অবস্থান নেয় নটরডেমের শিক্ষার্থীরা। এসময় গুলিস্তান, মতিঝিল, পল্টন, ফকিরাপুল, নবাবপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তারা স্লোগান দেয় ‘উই ওয়ান্ট জাস্টিজ’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’। এদিকে, এ ঘটনায় সহমর্মিতা জানিয়ে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট, মনিপুর এলাকাসহ বিভিন্নস্থানে একাধিক স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয় দুপুরে।
রাজধানীর ফার্মগেট এলাকায় মূল সড়কে অবস্থান নিয়ে হলিক্রস, আইডিয়াল কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেঁজগাও কমার্স কলেজের শত শত ছাত্র-ছাত্রী দুর্ঘটনায় শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের প্রতিবাদ জানিয়ে ঘাতকদের বিচার, সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। এ সময় তাদেরকে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের মতো রাস্তায় দাঁড়িয়ে থাকা মটর সাইকেল ও গাড়ির ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে দেখা গেছে। ফার্মগেটে শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। অফিসগামী লোকজন হেঁটে গন্তব্যে যাচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: