আবারো বাংলাদেশের মেয়েদের সাফ জয়
ছয় মাসের ব্যবধানে আরেকবার শিরোপা উৎসবে মেতে উঠল বাংলাদেশের মেয়েরা।

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : আবারো সাফ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শামসুন্নাহার–শাহেদা আক্তাররা। ছয় মাসের ব্যবধানে আরেকবার শিরোপা উৎসবে মেতে উঠল বাংলাদেশের মেয়েরা। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েদের জাতীয় দল। আজ অনূর্ধ্ব-২০ নারী সাফেও নেপালকে হারিয়ে লাল-সবুজের পতাকা উড়িয়ে উৎসবে মাতল বাংলাদেশ।
ঢাকার কমলাপুর স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে বাংলাদেশ।খেলার ৮৬ মিনিটে শাহেদা আক্তার রিপা ডি-বক্সের একটু সামনে থেকে দুর্দান্ত ফ্রি কিক নেন।আর নেপালের জালে বল পাঠিয়ে দেন ক্রসবারের সামনে থাকা উন্নতি খাতুন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: