আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রুপে আত্মপ্রকাশ করেছে: মির্জা ফখরুল
তিনি বলেন, সরকারী দলের সন্ত্রাসীরা আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে।

প্রথম নিউজ, ঢাকা: সরকারী দলের সন্ত্রাসীরা যেমন সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে বলে াভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরভ
বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় গোয়েন্দা পুলিশ হাতে হকিস্টিক নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ঘটনাস্থল থেকে যুবদল নেতাসহ চারজন নেতাকর্মীকে গ্রেফতারের বর্বরোচিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ সন্ধ্যায় সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে গোয়েন্দা পুলিশের হামলা ও নেতাকর্মীদেরকে গ্রেফতার বর্তমান ভোটারবিহীন সরকারের আমলে আরও একটি ঘৃন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী কায়দায় দেশব্যাপী জুলুম-নির্যাতন চালাচ্ছে, এটি তারই ধারাবাহিকতা। গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা যেমন সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে, একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীও বর্তমান সরকারের দোসর হিসেবে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেফতারে মাতোয়ারা হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রুপে আত্মপ্রকাশ করেছে। দেশটা যেন এক মগের মুল্লুক, যেখানে আইন-কানুন, সুষ্ঠু বিচার কিছুই নেই।
তিনি বলেন, সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ডিবি পুলিশের আজকের এই হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেয়া হয়েছে বলে জনগণ বিশ^াস করে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতি অবলম্বন করে নিজেদের কর্তৃত্ববাদী শাসন জারী রেখেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ থেকে সুশাসন নিরুদ্দেশ হয়ে যায়।
বিএনপি মহাসচিব বলেন, ডিবি পুলিশ কর্তৃক সিরাজগঞ্জ বিএনপি অফিসে আজকের হামলা ও নেতাকর্মীদেরকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: