আ. লীগ নিষিদ্ধের দাবি এনসিপির, সারা দেশে বিক্ষোভের ডাক

প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগকে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দল আখ্যায়িত করে আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দাবিতে সারা দেশে বিক্ষোভের আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সারাদেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম আওয়ামী লীগকে মাফিয়া ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলেন, মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনও প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন কোনও রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। এদেশে রাজনীতির কোনো অধিকার তাদের নেই। তিনি বলেন, আওয়ামী লীগের দল মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ৩৬ জুলাই রায় জানিয়ে দিয়েছে।