অবরোধের সমর্থনে শাহবাগে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

প্রথম নিউজ, ঢাকা: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১০ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে রূপসী বাংলা হোটেল পাড়ি দিয়ে পরিবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
মিছিলের শেষ পর্যায়ে শাহবাগ মোড়ে অবস্থানরত র্যাবের সশস্ত্র সদস্যরা মিছিলের পেছন থেকে অতর্কিত হামলা চালায়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার,সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ,সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি(সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন,যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খান সৈকত,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,মাস্টার’দা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত,স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন,ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী,সহ-সভাপতি পিয়াল হাসান,তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন,সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সাবেক ছাত্র মিলনায়তন বিষয়ক সম্পাদক তৌকির আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন,তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা খোকা আহমেদ,ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি,আবু সুফিয়ান,মোল্লা রাসেল,মাহমুদ বিন কবির,রাসেল হোসেন,ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান শাহ শাকিল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।