অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী আটক

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সীমান্ত অভিযানে ২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হইতে ভারতে গমনের সময় আটক করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৫ এপ্রিল) আনুমানিক সাড়ে ৭টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ২০১১/২-এস হইতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাউহাটি নামক স্থান হইতে ২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হইতে ভারতে গমনের সময় আটক করা হয়।

আটককৃতরা হলেন- শ্রী গৌতম চন্দ্র দাস (৫৫), পিতা. মৃত অধীর চন্দ্র দাস, করিমপুর, মুরাদনগর, কুমিল্লা। শ্রী কবিতা রাণী দাস (৪৫),  গৌতম চন্দ্র দাসের স্ত্রী। বিজিবি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের অভ্যন্তরে আগরতলায় বসবাসরত গৌতম চন্দ্র দাসের শাশুড়ি মৃত্যুবরণ করায় তার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গমনের সময় আটক হয়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বিজয়নগর থানায় মামলা দায়ের ও থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত দিয়ে যাহাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।