অপারেশন সিঁদুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া

প্রথম নিউজ, অনলাইন: পাকিস্তানে ভারতের হামলা নিয়ে গতকাল বুধবার সকালে ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। কীভাবে কখন পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানে ‘সন্ত্রাসী গোষ্ঠী’র ঘাঁটি ভারতীয় বাহিনী গুঁড়িয়ে দেয়, সোফিয়া ও ব্যোমিকা তার বিবরণ দেন।
এদিন সকাল সাড়ে ১০টার পর ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ হয়েছে যে নারীর, তিনি হলেন কর্নেল সোফিয়া। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন সিনিয়র অফিসার।
তিনি গুজরাটের বাসিন্দা। বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।
সোফিয়া কুরেশি পরিবারের প্রথম সদস্য নন, যিনি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করছেন। সোফিয়া কুরেশির দাদা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন এবং তার স্বামীও রয়েছেন সেনায়।
তিনি মেকানাইজড ইনফ্যান্ট্রিতে একজন মেজর।
২০০৬ সালে সোফিয়া কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একজন সামরিক পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হন। বহুজাতিক সামরিক অভিযানে তার অভিজ্ঞতা এবং ছয় বছরেরও বেশি সময় ধরে শান্তিরক্ষা অভিযানে তার ধারাবাহিক অংশগ্রহণের কারণে তিনি ভারতের শীর্ষ সামরিক প্রশিক্ষকদের মধ্যে একজন। ২০১৬ সালে আসিয়ান প্লাস সামরিক মহড়া 'ফোর্স ১৮'-এর সময় প্রথম ভারতীয় নারী অফিসার হিসাবে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ দলকে নেতৃত্ব দেন।
তাকে নির্বাচনের প্রসঙ্গে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, সেনাবাহিনীতে, আমরা সমান সুযোগ এবং সমান দায়িত্বে বিশ্বাস করি। তবে সোফিয়া নারী বলে তাকে নির্বাচিত করা হয়নি, বরং তার দায়িত্ব পালনের ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলী রয়েছে বলেই তিনি নির্বাচিত হয়েছেন।