হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম নিউজ, ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে সোমবার (৩ জুলাই) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। হজ পালনকালে তিনি সকলের কল্যাণ কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া করেন।