সহনীয় মাত্রায় থাকবে লোডশেডিং, পার্থক্য হবে না গ্রাম ও শহরে- বিদ্যুৎ উপদেষ্টা

সহনীয় মাত্রায় থাকবে লোডশেডিং, পার্থক্য হবে না গ্রাম ও শহরে- বিদ্যুৎ উপদেষ্টা

প্রথম নিউজ, অনলাইন: চলতি বছর গ্রাম ও শহরে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খান। তিনি বলেছেন, গরমকালে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে। গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তবে সম্পূর্ণরূপে লোডশেডিং ফ্রি হবে না। এটার জন্য যা করণীয় সেটাই করবো। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘সেমিনার অন এনার্জি ক্রাইসিস: ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খান বলেন, আমাদের ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সেখানে ১৭৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৮ হাজার মেগাওয়াট। এজন্য আমরা বাড়তি এলএনজি ও কয়লা আনার চেষ্টা করছি। জ্বালানি তেলের ব্যবহার সীমিত রাখা হবে। 

তিনি বলেন, আমাদের অর্থনীতি নিম্নমুখী ছিল, এখন আর নেই। আমরা আশা করছি, এটা ম্যানেজ করতে পারবো। তবে লোডশেডিং হবে না— এটা বলতে পারবো না। কিন্তু লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে। একই সঙ্গে গ্রাম ও শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি শুরু হলেই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাম এলাকা দিয়ে লোডশেডিং শুরু করে; এবার এটা হবে না বলে জানান উপদেষ্টা। 

বকেয়া শোধ করতে গিয়ে ভর্তুকি বেড়েছে, এটি আরও বাড়বে কি না এমন প্রশ্নে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পে কাটছাঁট করা হয়েছে। এতে অনেক অপ্রয়োজনীয় খরচ কমানো হয়েছে। সাশ্রয় করা অর্থ বকেয়া শোধে কাজে লেগেছে। আগামী বছর তো বকেয়ার দায় নেই। তাই যতটুকু আমদানি হবে, ততটুকুর বিল। ভর্তুকি বাড়বে না, আরও কমবে।