সৌদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণা প্রস্তাব রাষ্ট্রদূতের

প্রথম নিউজ, ডেস্ক : সৌদির উত্তর সীমান্ত অঞ্চল প্রদেশে অবস্থিত আর আর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা ও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির অনুরোধ জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রেক্টর ড. মোহাম্মদ বিন ইয়াহয়াহ আল শেহরীর সঙ্গে বৈঠককালে এ অনুরোধ করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিনসহ ঊর্ধ্বতন শিক্ষকরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত এ সময় দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় ও বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণার প্রস্তাব দেন; যাতে দুই দেশের শিক্ষার্থীরা ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় হতে পারে ও নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে। এতে দুই দেশের শিক্ষার্থীরা লাভবান হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।
আর আর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি মাইনিং ও খনিজ বিষয়ে প্রাধান্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের মাইনিং ও খনিজ সম্পর্কিত বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার প্রস্তাব দেন রাষ্ট্রদূত। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করা হয়; যাতে দুই দেশের বিজ্ঞানসহ বিভিন্ন শাখায় গবেষণা করা সম্ভব হয়।
সভা শেষে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আর আর বিশ্ববিদ্যালয়ের কলেজ অব মেডিসিন ও কলেজ অব ইঞ্জিনিয়ারিং পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উন্নতমানের প্রশিক্ষণ পদ্ধতি ও কারিগরি বিষয়সমূহ প্রদর্শন করা হয়।
আর আর বিশ্ববিদ্যালয় ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইয়েমেনসহ বিভিন্ন মুসলিম দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। ভবিষ্যতে বাংলাদেশ থেকেও বৃত্তির মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবহিত করে।
সভায় দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পা
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: