১৮ বছর পর ঢাবি শিক্ষার্থী বিপু হত্যা মামলার রায়, ৫ জনের যাবজ্জীবন

আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন।

১৮ বছর পর ঢাবি শিক্ষার্থী বিপু হত্যা মামলার রায়, ৫ জনের যাবজ্জীবন
১৮ বছর পর ঢাবি শিক্ষার্থী বিপু হত্যা মামলার রায়, ৫ জনের যাবজ্জীবন

প্রথম নিউজ, অনলাইন:  ১৮ বছর আগে রাজধানীর ডেমরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম বিপুকে হত্যার ঘটনায় করা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ বাবু, বাবুল ওরফে চায়না বাবুল, তরিকুল ইসলাম ওরফে মিল্লাত, খায়রুল বাশার ও সুমন। আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৩ মাস করে কারাভোগ করতে হবে। গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে পলাতক ৩ আসামির শাস্তি কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।

এছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ৫ আসামিকে খালাস দেন আদালত। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ৮ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ২০০৪ সালের ২৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থীকে ডেমরার বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মা বাদী হয়ে একইদিনে ডেমরা থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই বছরের নভেম্বরে ১০ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। আদালত ২০০৬ সালের ১২ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom