১৮ বছর পর ঢাবি শিক্ষার্থী বিপু হত্যা মামলার রায়, ৫ জনের যাবজ্জীবন
আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন।

প্রথম নিউজ, অনলাইন: ১৮ বছর আগে রাজধানীর ডেমরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম বিপুকে হত্যার ঘটনায় করা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ বাবু, বাবুল ওরফে চায়না বাবুল, তরিকুল ইসলাম ওরফে মিল্লাত, খায়রুল বাশার ও সুমন। আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৩ মাস করে কারাভোগ করতে হবে। গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে পলাতক ৩ আসামির শাস্তি কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews