১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ১৪তম সন্তানের বাবা হলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। মাস্কের অনুমোদনের পরই ১৪তম সন্তানের কথা জানালেন তার বান্ধবী শিভন জিলিস। এক্স পোস্টে শিভন জানিয়েছেন, ইলনের সঙ্গে কথা বলেই তাদের পুত্রসন্তান সেলডন লাইকুরগুসের কথা দুনিয়ার সামনে তিনি আনলেন। জিলস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেন ২০২১ সালের নভেম্বরে। যমজ সন্তান স্ট্রাইডার, আজুরের জন্মের কথা সকলকে জানিয়েছিলেন তারা। জিলস ছিলেন মাস্কের সংস্থা নিউরোলিঙ্কের একজন কর্মকর্তা। এরপর তারা সম্পর্কে জড়ান।

২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের তৃতীয় সন্তান আর্কাডিয়ার জন্ম হয়। এবার জন্ম নিল যুগলের চতুর্থ সন্তান।শিভনের পোস্টে হৃদয়ের ইমোজি এঁকে খবরে সিলমোহর দিয়েছেন মাস্কও। যদিও, শিভনের সঙ্গে সম্পর্ককে কোনও সরকারি স্বীকৃতি কখনই দেননি ইলন মাস্ক। তবে ১৪তম সন্তানের মা শিভনকে নিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মাস্ক। ট্রাম্পের গালা পার্টি সঙ্গিনী হিসেবেও শিভনকেই বেছে নিয়েছিলেন মাস্ক। 

উল্লেখ্য, শিভন জিলিসের সঙ্গে রয়েছে ভারতের যোগ। যে সময় ইলনের ১৪তম সন্তান আগমনের ঘোষণা হল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এই মুহূর্তে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মাস্ককে। মাস্ককে তার সন্তানের পিতা বলে দাবি করেছেন এক তরুণী ইনফ্লুয়েন্সার। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সেই ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। 

সেখানেই ৩১ বছর বয়সী লেখিকা ও ইনফ্লুয়েন্সার অ্যাশলে বিস্ফোরক দাবি করেন। জানান, ৫ মাস আগে তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। যার বাবা নাকি এক্স কর্তা ইলন মাস্ক! এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। এরপরই অ্যাশলে জানান, সন্তানের সুরক্ষার কথা ভেবেই নাকি গোটা বিষয়টা গোপন করেছিলেন তিনি। DNA পরীক্ষা চেয়ে ওই তরুণী আদালতেও গিয়েছেন। ১৩তম সন্তানের পিতৃত্ব এখনও স্বীকার করেননি মাস্ক, আবার অস্বীকারও করেননি। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া