হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ফাইল ফটো

প্রথম নিউজ, দিনাজপুর: ঈদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে চেকপোস্ট দিয়ে দু’ দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আজ সোমবার সকালে বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঈদুল আজহার কারণে ৯-১৪ জুলাই ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ৮ ও ১৫ জুলাই শুক্রবার হওয়ায় বন্দরের পণ্য আমদানির কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ জুলাই থেকে বন্দর দিয়ে ফের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চলবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom