সাভারে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জিয়াউর রহমান প্রবর্তিত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 

সাভারে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রথম নিউজ, সাভার: আশুলিয়া, সাভার থানা ও সাভার পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকীতে কোরআান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান । প্রধান অতিথি বলেন, জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে ছিলেন। সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়ে ছিলেন। তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করলে আজকে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেতেন না।

তিনি আরো বলেন, দেশে কোন বৈধ সরকার নেই। বৈধ সরকার ছাড়া একটা দেশ পরিচালিত হতে পারে না। দেশের গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত হয়েছে, আজকে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, দেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগ ও রাস্ট্রীয় যন্ত্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জিয়াউর রহমান প্রবর্তিত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি আরিফুর রহমান আরিফ, সহ সভাপতি শহীদুল ইসলাম, সহ সভাপতি মোস্তফা সরদার, ঢাকা জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ্জাক, ঢাকা জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক মজিবর রহমান, ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠিনক সম্পাদক কাজী মুরসালীন রহমান চন্দন, ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হাজী ওসমান গনি, ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলমাস হোসেন, ঢাকা জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূইয়া তানিম, ঢাকা জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক এইচ.এম পলাশ, ঢাকা জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাব্বিল, ঢাকা জেলা যুবদলের তথ্য ও গবেষনা বিয়ক সম্পাদক এস এম ফরিদ, ঢাকা জেলা যুবদলের সহ ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন সাগর, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ১ম যুগ্ন সাধারন সম্পাদক বর্তমান যুবনেতা মেহফুজুল আলম সাগর, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য টিপু সুলতান, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সদস্য সাহাবুদ্দিন বেপারি, জাহাঙ্গীর আলম রনি, মোহাম্মদ শাহজাহান, তাইনুস আলী আহমেদ, শরিফ শিকদার সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

আর ও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, যুগ্ন আহবায়ক শওকত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আর ও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব মুরসালীন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন আদর(যুগ্ন আহবায়ক পদ মর্জাদা) ঢাকা জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য শাহাদাৎ হোসেন, সুমন গাজী, সাইফুল ইসলাম সুমন, সবুজ, দবীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।