রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো: টুকু
টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যেগে পৌর উদ্যানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রথম নিউজ, টাঙ্গাইল: শহীদ জিয়ার সৈনিকেরা রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার হুশিয়ারী দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যেগে পৌর উদ্যানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি সদস্য সচিব সাইদুল হক ছাদুসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, জিয়াউর রহমানের ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তার রক্ত আমাদের ধমনীতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য। তিনি ৯ বছর আন্দোলন , সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছেন। সেই নেত্রীকে আজ অন্যায় ভাবে কারাগারে রেখেছে। তাঁর স্বাস্থ্য দিনদিন অবনতি হচ্ছে। যে নেত্রী বাংরাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন সেই নেত্রী চিকিৎসা পাবে না সেটা হতে পারে না। শহীদ জিয়ার সৈনিকেরা রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাল্লাহ।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ ডিসেম্বর টাঙ্গাইলে সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশ সফল করে আমরা প্রমান করে দিবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া ও থারেক রহমানের সৈনিকেরা জীবিত থাকতে এ দেশে কোন স্বৈরচারী থাকতে পারবে না। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছাড়বো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: