রাজধানী থেকে ৫৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানী থেকে ৫৩ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানী থেকে ৫৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক রাতেই সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ৫৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা, মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: আওয়াল (৪৫), আতিক (৩৫), আলাউদ্দিন (৪৫), ইসমাইল (৫৪), জুয়েল (৪৩), দুলাল (৪৫), বদির উদ্দিন বাবু (৫০), বাবুল (৫২), বাবুল হাওলাদার (৪৯), মোস্তফা হাওলাদার (৫০), সাহেব আলী (৫৪), তানভির (৪০), জালাল  হোসেন (৩০), নিয়ামুল হোসেন (২৯), ময়নুল হোসেন (৪৫), মিন্টু খান (২৫), মেনু মিয়া (৩৮), রনি (৩১), রানা (২৪), শরীফ সরকার (৩৫), মহসীন (২৫), রনজিৎ দাস (৪৮), রাসেল শিকদার (২১), হারেজ (৪৩), বাদশা (২৯), আল আমীন সর্দার (২০), শহীদ (২৭), রাজু (৩৫), রফিক (২৫), রোমান (৪২), আকবর (২০), ইমন (১৯), রাব্বি (১৯), হৃদয় (১৯),  হোসেন (১৯), আল আমিন (২২), ইসমাইল হোসেন (২২), নাইমুল ইসলাম মিশু (২৫), নুরুল হক (২৫), রতন (২২), রাব্বি (১৯), শফিকুল ইসলাম (২৪), সাগর হোসেন শামীম (২০), উজ্জল মিয়া (২০), আক্কাছ (৫০), ইউছুফ (৩২), জাহিদ (৪৪), মুন্সি মুছা আহমেদ (৫২), রবিন মিয়া (৩২), সাগর (২৭), সুজন (৪৫), সোহাগ মৃধা (৩২) ও সোহেল সরকার (৩১)।

গতকাল সকালে রাজধানীর কাওরান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাতের বেলা বিভিন্ন আড়তে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদাবাজি ও ছিনতাই করতেন তারা। রমজান এবং ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকার সবজি ও ফলের দোকান, ফুটপাথের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে। কেউ চাঁদা দিতে রাজি না হলে তারা জীবননাশের হুমকি দিচ্ছে। তিনি আরও জানান, তাদের অত্যাচারে দোকানদারদের স্বাভাবিক ব্যবসা করা দুর্বিষহ হয়ে উঠেছে। এ ছাড়াও রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত হতে ঈদের কেনাকাটা উপলক্ষে রাজধানীমুখী মানুষের বড় বড় শপিং মল ও বাজারকেন্দ্রিক চলাচল বৃদ্ধি পাওয়ার সুযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রাপথে নিরীহ পথচারীদের সর্বস্বান্ত ছিনতাই করে চলছে।

তিনি আরও জানান, র‌্যাব-৩ এর কয়েকটি আভিযানিক দল একযোগে রাজধানীর রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন ও ওয়ারী এলাকা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom