রকেটে কলা বেঁধে উৎক্ষেপণ করলেন ইলন মাস্ক

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স। মাস্কের কোম্পানির দাবি, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে। টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়।
তবে এই রকেট উৎক্ষেপণকে ঘিরে নতুন করে একটি তথ্য আলোচনায় এসেছে। মাস্কের পাঠানো ওই স্টারশিপ রকেটে নেই কোনো নভোচারী। তবে সেখানে একটি কলা বেঁধে দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে রকেটে কলা বেঁধে পাঠানো হয়, সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি স্পেস এক্স। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাথে নিয়ে এই রকেটের উৎক্ষেপণ করেন ইলন মাস্ক।
মহাকাশে প্রায় এক ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটি ভারত মহাসাগরে পড়বে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে আসে প্রতিষ্ঠানটি। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স।