মুখোমুখি হয়ে ভাইরাল দুই সালমান খান

সালমানের ভক্তরা তার নতুন সিনেমা এবং বিজ্ঞাপনের জন্য অপেক্ষায় থাকেন

 মুখোমুখি হয়ে ভাইরাল দুই সালমান খান
সালমানের ভক্তরা তার নতুন সিনেমা এবং বিজ্ঞাপনের জন্য অপেক্ষায় থাকেন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান। সালমানের ভক্তরা তার নতুন সিনেমা এবং বিজ্ঞাপনের জন্য অপেক্ষায় থাকেন। পছন্দের অভিনেতার নতুন কিছু কবে আসবে সে আশায় দিন গুনেন।

অপেক্ষার পালা শেষ করে ভাইজানের নতুন বিজ্ঞাপন হাজির। বিখ্যাত ব্র্যান্ড পেপসির একটি টিভিসিতে দেখা যাচ্ছে সালমানকে। বিজ্ঞাপনটি গত ৭ মার্চ প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতেই ভাইরাল হয়েছে। ৪০ সেকেন্ডের বিজ্ঞাপনটি নজর কেড়েছে সবার।

ভিডিওতে দেখা যায় সালমানের বিখ্যাত সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’-এর দৃশ্য। আগের সালমান এখনকার সালমানের মুখোমুখি। ফানি সংলাপে সমৃদ্ধ ভিডিওটি ভক্তদের খুবই ভালো লেগেছে।

ভক্তরা তাদের অনেকেই বিজ্ঞাপনটিতে প্রচুর ইমোজি দিয়ে এটিকে পছন্দ করার কথা জানাচ্ছেন।

তবে অনেকে আবার তাকে নিয়ে ট্রলও করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘‘হাম আপ কে হ্যায় কৌন’ পার্ট ২০ আসবে মনে হচ্ছে।’

এদিকে সালমান খানকে শেষ দেখা গিয়েছিল মহেশ মাঞ্জরেকারের ‘অ্যান্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে। সিনেমাটিতে তার শ্যালক আয়ুশ শর্মার সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি।

অভিনেতা তার আসন্ন সিনেমা ‘টাইগার ৩’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাকে ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে একটি ক্যামিও হিসাবে দেখা যাবে আমির খান এবং কারিনা কাপুরের সঙ্গে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom