ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের মা পাকিস্তানি!

শিগগির বলিউডে অভিষেক ঘটবে শেহনাজ গিলের

ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের মা পাকিস্তানি!
ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের মা পাকিস্তানি!-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : শিগগির বলিউডে অভিষেক ঘটবে শেহনাজ গিলের। ‘বিগ বস ১৩’র কল্যাণে প্রথমবারের মতো সবার নজরে আসেন এই গায়িকা-অভিনেত্রী। জনপ্রিয় ওই রিয়েলিটি শো শেষ হওয়ার পর রাতারাতি যেন বদলে গেল শেহনাজের জীবন। ‘বিশেষ বন্ধু’ সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের পর ধীরে ধীরে আবারও স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।

সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান শেহনাজ। সেখানেই অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত এই নায়িকা। সেলফি তোলা, অটোগ্রাফ সংগ্রহ তো রয়েছেই। কিন্তু এমন এক ঘটনা ঘটল যা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি।

দুবাইয়ে ওই অনুষ্ঠান সেরে বেরোনো মাত্রই মধ্যবয়স্কা এক মহিলা ছুটে আসেন শেহনাজের দিকে। অভিনেত্রীকে জড়িয়ে কাঁদতে থাকেন পাকিস্তানি অনুরাগী। শেহনাজকে জড়িয়ে ধরে বলেন, ‘আমি আমার মেয়েকে পেয়ে গেছি।’ অনুরাগীর এই ভালোবাসায় চিকচিক করে উঠল শেহনাজের চোখও। পাল্টা ওই অনুরাগীকে আলিঙ্গন করলেন অভিনেত্রী। শেহনাজের এই মিষ্টি ব্যবহারে উপস্থিত বাকি অনুরাগীরাও খুশি হয়েছেন। সেই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হতেই নেটাগরিকরাও প্রশংসা করেছেন অভিনেত্রীর।

প্রসঙ্গত, বর্তমানে শেহনাজ তার সেলিব্রেটি চ্যাট শো ‘দেশি ভাইব উইথ শেহনাজ’ দিয়ে বেশ চর্চায় আছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom