ভিকির আবেগঘন বার্তায় কাঁদলেন ক্যাটরিনা

প্রথম নিউজ, ডেস্ক : প্রেম থেকে বিয়ে বলিউডে এ নতুন কিছু নয়। শোবিজ জগতের আকর্ষণীয় তারকা জুটি ভিকি-ক্যাটরিনা। বলি পাড়ায় তাদের প্রেমের গুঞ্জন অনেক আগেই শোনা গিয়েছিল। তাদের কাছের মানুষজনরাও চেয়েছিলেন তাদের এই প্রেম বিয়েতে পরিণতি পাক।
অবশেষে হলোও তাই। গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েন ভিক্যাট।
৭০০ বছরের পুরনো সিক্স সেন্স ফোর্টে বিয়ের কাজ সম্পূর্ণ করেন তারা। ভিকি কৌশল একটি ভিনটেজ গাড়িতে করে মন্ডপে প্রবেশ করেছিলেন। তার সাথে ছিলেন ভাই সানি কৌশল এবং বন্ধু অঙ্গদ বেদিসহ অনেকে।
বিয়ের আমেজ যেনো শেষ হবার নয়। বন্ধু-বান্ধব, ভক্তদের শুভেচ্ছা বার্তায় আনন্দমুখর পরিবেশের রেশ কাটছেই না।
এদিকে বিয়ের সব কাজ শেষে ভিকি আবেগঘন বার্তা দিয়েছেন নববধূ ক্যাটরিনাকে। সেই বার্তা নাকি ছুঁয়ে গেছে ক্যাটের হৃদয়। কাঁদলেনও তিনি।
ভিকি তার বার্তায় জানান, ক্যাটরিনা কিভাবে তার জীবন পরির্বতন করেছেন। তার জীবনে ক্যাটরিনা না আসলে এই আমূল পরির্বতনটা তিনি বুঝতে পারতেন না। ভিকির কথাতে ছিল ক্যাটের প্রতি অগাধ সম্মান আর ভালোবাসা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: