বাগবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং ইসলামাবাদ ইউনাইটেডের কলিন মুনরোকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পিএসএল আচরণবিধি লঙ্ঘনের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে তাদের।
দুই খেলোয়াড়ই পিএসএলের আচরণবিধির ধারা ২.১৩ লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, মাঠে অন্য কোনো খেলোয়াড়, সহায়ক কর্মী, আম্পায়ার বা ম্যাচ রেফারিকে ব্যক্তিগতভাবে অপমান করা নিষিদ্ধ।
ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান্সের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে। ইসলামাবাদের ইনিংসের দশম ওভারে ক্রিজে থাকা মুনরো একটি ডেলিভারির পর মুলতানের বোলার ইফতিখার আহমেদের দিকে ইঙ্গিত করেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান হস্তক্ষেপ করে মুনরোর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা এবং ক্রিস ব্রাউনের আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো উত্থাপনের পর ম্যাচ রেফারি আলী নকভি দুই খেলোয়াড়ের স্বীকারোক্তি গ্রহণ করে শাস্তি ঘোষণা করেন।