বিকেএমইএ নির্বাচনে ৩৫ পদে লড়বেন ৩৮ জন

 বিকেএমইএ নির্বাচনে ৩৫ পদে লড়বেন ৩৮ জন

প্রথম নিউজ, অনলাইন: নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হয়েছেন ৩৮ জন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন বোর্ড।

আগামী ১০ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ ৩৮ জন প্রার্থী। নির্বাচিত ৩৫ জন পরিচালকের মধ্য থেকে পরে সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ নয়জন নির্বাচিত হবেন।

এর আগে ৯ এপ্রিল শেষ দিনে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই ৪২ জনের মধ্যে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেলের ছিলেন ৩৯ জন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন জিএম হায়দার আলী, মো. মনির হোসেন শেখ ও মো. শাহজাহান আলম।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল শনিবার বিকেল ৩টা। শেষ দিনে চারজন মনোনয়ন প্রত্যাহার করেন। তারা হলেন মোহাম্মদ হাতেমের প্যানেলের এএসএম কামরুল আহসান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল মোমেন ও এম. নাসিরুদ্দীন।