নার্সিংয়ের বিএসসি পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৬

রাজধানীর বিভিন্ন এলাকা অভিয়ান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

নার্সিংয়ের বিএসসি পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৬
প্রতীকি ছবি

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজগুলোর বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (২১ আগস্ট) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা অভিয়ান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজগুলোর বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। এ ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও এ চক্রের আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।

এ বিষয়ে সোমবার (২২ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom