দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রা
আজ মঙ্গলবার (১৩ জুন) শহরের খানপুর এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়।

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
আজ মঙ্গলবার (১৩ জুন) শহরের খানপুর এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মিছিলে দলের মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে, সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, আনোয়ার হোসেন আনু, এডভোকেট সরকার হুমায়ূন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে পদযাত্রা করে নগরীর প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে বলেন, এই সরকারের লুটপাটের কারণেই দেশে ঘনঘন লোডশেডিং হচ্ছে। যেন বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে। বিদ্যুৎ, তেল, গ্যাস সহ সকল জ¦ালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধগতি রোধ করতে হবে।